মুগডাল দিয়ে রূপচর্চা | Moong dal for Beauty Care
মুগডাল মুখরোচক ডাল। এতে প্রোটিনও আছে বেশ। শরীরের জন্য উপকারী এ ডাল রূপচর্চাচেও বেশ কাজের। আজ তাই জেনে নিন মুগডাল দিয়ে রূপচর্চা বিষয়ক নিয়মকানুন।
মুগডাল দিয়ে রূপচর্চা
শুষ্ক ত্বক যাদের
শুষ্ক ত্বকে মুগডালের ফেসপ্যাক জাদুকরি কাজ করে। রাতভর দুধে মুগ ডাল ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। অল্প কদিন ব্যবহারেই ত্বক কোমল হবে।
রোদে পোড়া দাগ দূর করতে মুগডাল দিয়ে রূপচর্চা
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে মুগডাল। কিছু ডাল পানিতে ভিজিয়ে রাখুন আট ঘণ্টা। এরপর ব্লেন্ড করে তাতে মেশান ঠান্ডা টক দই। অ্যালোভেরা জেলও মেশানো যাবে। রোদেপোড়া দাগে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। পরিষ্কার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণ সারাতে মুগডাল
ব্রণ নিয়ে যাদের ঘুম হারাম তাদের সমাধানও মিলবে মুগডালে। যথারীতি সারারাত পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে পরদি...