love bird Archives - Mati News
Saturday, January 10

Tag: love bird

লাভবার্ডের সাতসতেরো

লাভবার্ডের সাতসতেরো

Agriculture Tips
মুহাম্মদ শফিকুর রহমান লাভবার্ড হলো ছোট, বাহারি রঙের চঞ্চল পাখি। এদের মূল নিবাস আফ্রিকা ও মাদাগাস্কার। প্রজাতিগত নাম আগাপোরনিস। এদের ওজন সাধারণত ৬০ থেকে ৭০ গ্রাম, আর লম্বা ৫–৭ ইঞ্চি বা ১৩–১৭ সেন্টিমিটার। লাভবার্ডের আয়ু প্রায় ২০ বছর এবং লেজের দৈর্ঘ্য ১–১.৫ ইঞ্চি। এই পাখির রোগ-বালাই খুব কম হয়। এরা খাঁচায় সুন্দরভাবে ডিম পাড়ে এবং বাচ্চা করে। জীবন বৈচিত্র্যময় ও মনোজ্ঞ, যা মানুষকে আকৃষ্ট করে। এসব কারণে লাভবার্ড এখন সকলের প্রিয় পাখির মধ্যে একটি। এবার জেনে নিন লাভবার্ড পালনের নানা খুঁটিনাটি বিষয় এবং যত্ন-আত্তি, যা এই সুন্দর পাখিকে সুস্থ ও দীর্ঘায়ু রাখার জন্য গুরুত্বপূর্ণ। খাঁচার পাখি লাভবার্ড লাভবার্ডকে খাঁচার পাখি বলা হয়। কারণ এরা খাঁচায় থাকতে পছন্দ করে। খাঁচায় থাকা, খাওয়া, ডিম, বাচ্চা করতে এরা পছন্দ করে। লাভবার্ডের খাঁচার আদর্শ মাপ: ৩৬*২৪*২৪; তবে ২৪*২৪*২৪ অথবা ১৮*১৮*২৪ ই...