Sunday, October 6
Shadow

Tag: Messi-বার্সা

মেসিকে লিখে নিতে চায় বার্সা !

মেসিকে লিখে নিতে চায় বার্সা !

Cover Story
মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ চান, মেসি তার ক্যারিয়ারের ইতি টানুক বার্সেলোনাতেই। ইএসপিএনকে এক বিশেষ সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। মেসির সঙ্গে বার্সার চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। কিন্তু দ্রুতই নতুন চুক্তি নিয়ে কথা পাড়বেন বলেও ইঙ্গিত দেন ক্লাব কর্তা। বার্তামেউ বলেন, 'আমরা বার্সেলোনায় তার অনেক লম্বা ক্যারিয়ার চাই। যাতে আমরা তার খেলা দীর্ঘদিন উপভোগ করতে পারি। লিও ফুটবলের সীমানা ভেঙে দিয়েছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। প্রতিপক্ষের ভক্তরাও তার প্রতি আবেগ আপ্লুত।' মেসির বয়স হয়ে গেছে ৩২ বছর। দুই বছরের চুক্তি শেষে তার বয়স হবে ৩৪। কিন্তু বার্সা প্রেসিডেন্টের মতে, মেসি এখনও তরুণ, 'আমাদের চিন্তা হলো তার সঙ্গে চুক্তি নবায়ন করা। সে তরুণ। তার পারফর্ম সেটাই বলে। প্রতিদিন মেসি উন্নতি করছে, মাঠে নতুনত্ব আনছে। আমি বিশ্বাস করি মেসি এখনও অনেক...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!