Friday, December 20
Shadow

Tag: naogaon

বলিহার রাজবাড়ী : এখনও জানান দেয় গৌরব

বলিহার রাজবাড়ী : এখনও জানান দেয় গৌরব

Travel Destinations
বাংলাদেশের ইতিহাসের দিকে একটু আভাস দিলে আমরা দেখতে পাব আঞ্চলিক আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের উত্তরাধিকার। কিছু প্রাচীন অবকাঠামোর অস্তিত্ব আমাদের আরও স্মরণ করিয়ে দেয় এসব। নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্থান। ইতিহাসের সাক্ষী চিত্রিত করার ক্ষেত্রে নওগাঁর বলিহার রাজবাড়ী একটি জীবন্ত উদাহরণ। প্রাচীন বলিহার রাজবাড়ী নওগাঁ জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে অবস্থিত। মুঘল আমলে সম্রাট আওরঙ্গজেব বলিহারী জমিদারকে এই জমির মালিকানা দিয়েছিলেন। পরে তিনি সেখানে বলিহার রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। এটি প্রধানত একটি দ্বিতল ভবন যার একটি সুবিশাল খিলান প্রবেশদ্বার রয়েছে। রাজবাড়ীতে প্রবেশের পর দর্শকের চোখে পড়বে এটি। নাট মন্দির, রাজ রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির, এবং দুটি শিবলিঙ্গ সেখানে দেখা যায়। তাছাড়া মন্দিরের অভ্যন্তরের কাজ এর সৌন্দর্য আরও বাড়িয়ে দি...

Please disable your adblocker or whitelist this site!