প্রেমের কবিতা: প্রেমের অনটনে
রকিবুল ইসলাম
সারাদিন শুধু তোমায় ভেবে,
বেলা যায় মোর কেটে।
যদিও তুমি হেয়ালি হয়ে,
কর তব হেলা মোরে।
সারাদিন শুধু তোমায় ভেবে,
আঁকি তব মম মানসপটে।
যদিও তুমি বড্ড বেখেয়ালে,
রেখে যাও মোরে অনাদরে।
সারাদিন শুধু তোমায় ভেবে,
রচি যত গান কবিতা।
তব অবহেলা,তব তাচ্ছিল্ল্যে,
বেকার আজ সবই তা।
সারাদিন শুধু তোমায় ভেবে,
মন বসে না কাজে।
একলা আমার উদাস মননে,
সারা বেলা যায় কেটে।
সারাদিন শুধু তোমায় ভেবে,
দিন যেত মোর হেসে,
ভাবিনি তা যাবে কেঁদে,
আমাতে তব "প্রেমের অনটনে!"...