polution Archives - Mati News
Friday, December 5

Tag: polution

গবেষণা বলছে মাইক্রোপ্লাস্টিক হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

গবেষণা বলছে মাইক্রোপ্লাস্টিক হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

Health, Health and Lifestyle
সম্প্রতি নতুন ধাঁচের  একটি গবেষণায় ধমনীতে জমাট বাঁধা প্লাকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। গবেষকদের মতে , মাইক্রোপ্লাস্টিক রক্তনালী সংকোচন করে। ফলে  হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে।  তবে গবেষণাটি পুরোপুরি সঠিক কিনা তা জানতে  আরও তথ্য দরকার। প্লাস্টিকের মাইক্রোস্কোপিক বিট মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক  পুরো পরিবেশে ছড়িয়ে আছে।  সমুদ্র,  খাদ্য ও মানুষের শরীরে বিশেষ অংশে এদের দেখা যায়।   বিশেষজ্ঞরা নিশ্চিত  এটি পরিবেশের  ক্ষতিকর করে।  তবে মানুষের স্বাস্থ্যের উপর এর প্রভাব এখনও ভালোমত বোঝা যায়নি। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, মাইক্রোপ্লাসটিক রক্তনালী সংকোচন করে।  এর ফলে মারাত্মক  সমস্যাও দেখা দেয়। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো   কার্ডিওভাসকুলার জটিলতার জন্যও এটি দায়ী নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। ...