ছড়া : মেঘের কিনারে : কামাল হোসাইন
ফুটেছে মালতী, জুটেছে ভোমরা
কে কোথা রয়েছ, বলো তো তোমরা?
পাখিরা জেগেছে, মেতেছে গানে যে
ভোরের হাওয়াতে সুষমা আনে যে!
বাতাসে তিরতির পাতারা দুলছে
ওঠার ভঙ্গিমায় কে যেন ঢুলছে।
প্রভাত হলো তাই কুয়াশা নেমেছে
চলেছে যে পথিক কোথা কি থেমেছে?
প্রাণের খুশিতে ছোটে যে হাঁসেরা
বাতাসে দুলদুল সাদাটে কাশেরা
কোড়ারা ডেকে যায় কী যেন মায়াতে
হারিয়ে খোঁজে কি, নিজেরই কায়াতে?
শরৎ এলো তাই ডাহুকী বালিকা
মধুরও ধ্বনিতে গাঁথে যে মালিকা।
মেঘেরও কিনারে রঙের ছবিরা
তা নিয়ে লিখে যায় আমুদে কবিরা।...