robot dog Archives - Mati News
Sunday, December 14

Tag: robot dog

চীনা দমকল বাহিনীতে রোবটিক কুকুর

চীনা দমকল বাহিনীতে রোবটিক কুকুর

China
পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও ফায়ার অ্যান্ড রেসকিউ ব্রিগেডে আনুষ্ঠানিকভাবে দুটি রোবট কুকুর যুক্ত হয়েছে। প্রতিটি রোবটের ওজন ৭০ কেজি। সেকেন্ডে সর্বোচ্চ ৫ মিটার গতিতে চলতে সক্ষম এগুলো। কাজ করতে পারে একটানা তিন ঘণ্টারও বেশি সময়। স্বয়ংক্রিয়ভাবে দাঁড়ানোর সক্ষমতা এবং ভারসাম্য রক্ষার প্রযুক্তিসম্পন্ন এই রোবটিক কুকুর ঘন ধোঁয়া, উচ্চ তাপমাত্রা এবং বিষাক্ত গ্যাসযুক্ত বিপজ্জনক পরিবেশে অনায়াসে চলতে পারে। উন্নত লেজার স্ক্যানিং সিস্টেম সমৃদ্ধ এই রোবট রিয়েল-টাইম এইচডি ভিডিও পাঠিয়ে দূর থেকে নজরদারি করতে পারে। এ ছাড়া, গ্যাস সেন্সর প্রযুক্তি ব্যবহার করে রোবটটি বিষাক্ত গ্যাস শনাক্ত করতে পারে এবং ধোঁয়ার ভেতরও তাপের উৎস শনাক্ত করতে পারে। Source: সিএমজি বাংলা...