সামিরা খান মাহি | নতুন লুক | সামিরা খান মাহির ছবি
সামিরা খান মাহি । বাংলাদেশের বিনোদন জগতে এখন আলোচিত একটি নাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৩টি ছবি পোস্ট করেছিলেন । দ্রুতই ভাইরাল হয়ে পড়া সেসব ছবির নিচে নেটিজেনদের অনেকেই করতে থাকেন ‘নেতিবাচক’ মন্তব্য। মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। লিখেছেন, ‘প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’ অভিনেত্রী মাহির শুরুটা মডেল হিসেবে ২০১৬ সালে। সে বছরই প্রথম আলোর ক্রোড়পত্র ‘নকশা’র ফটোশুটে অংশ নিয়েছিলেন নানা সাজে।
চোখে চশমা, হাতে কলম। বসে আছেন একটি অফিসকক্ষে। এমন পোজে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বুধবার দুটি ছবি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এর পরেই অনেকে সমালোচনা শুরু করে ছবি দুটি নিয়ে।
কেউ কেউ তাকে তুলনা করে মার্কিন পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনে...
