Friday, September 20
Shadow

Tag: satelite

মসৃণ গতিতে কাজ করছে চীনের বেইদৌ স্যাটেলাইট

মসৃণ গতিতে কাজ করছে চীনের বেইদৌ স্যাটেলাইট

China
চীনের বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা বিডিএস এখন বিশ্বব্যাপী কভারেজ প্রদান করছে। এটি সুচারুভাবে কাজ করছে এবং বিভিন্ন শিল্পখাতে এর প্রয়োগও দ্রুত বাড়ছে। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম হিসেবে বিডিএস এরইমধ্যে জাতিসংঘ স্বীকৃত চারটি বৈশ্বিক নেভিগেশন ব্যবস্থার একটি হতে পেরেছে। সিস্টেমটি তিনটি প্রধান পর্যায়ে অগ্রসর হয়েছে। ২০০০ সালে বিডিএস-১ সম্পন্ন হয়েছিল। তখন তা চীনের মধ্যে পরিষেবা প্রদান করতো। বিডিএস-২-এর নির্মাণকাজ ২০০৪ সালে শুরু হয় এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কভারেজ সম্প্রসারিত করে ২০১২ সালে। বিডিএস-৩ এর কাজ শেষ হয় ২০২০ সালে, যা এখন বিশ্বব্যাপী কভারেজ প্রদান করতে সক্ষম। গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লিউ ডেইক বলেন, ‘বিডিএস এখন স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতার সঙ্গে কাজ করছে। এটি বড় আকারের অ্যাপ্লিকে...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!