urfi Archives - Mati News
Monday, December 15

Tag: urfi

উরফি জাভেদের রহস্য কী?

উরফি জাভেদের রহস্য কী?

Glamour
কে এই উরফি জাভেদ? ভারতীয় গণমাধ্যমজুড়ে সারাক্ষণই যার পদচারণা। কারণ আর কিছুই না। নিজেকে খোলামেলা করে তুলে ধরতে নিত্য ‍নতুন অভিনব সব কায়দা তার জানা আছে। আর তাতেই হুমড়ি খেয়ে পড়ে পাপারাজ্জি বাহিনী। উরফি এমন কোনো আহামরী মডেল বা নায়িকা নন যে তাকে নিয়ে টাইমস অব ইন্ডিয়ার মতো ভারতের শীর্ষ অনলাইনও নিয়মিত হোম পেজে নিউজ করবে। কিন্তু সেটাই হচ্ছে। কারণ আর কিছু্ না। উরফি জাভেদ মানেই ভাইরাল কিছু। কদিন আগে তিনি আরেকখানা ছবি পোস্ট করেছেন। এবার আর বিচিত্র কাপড় নয়। পুরোপুরি টপলেস উরফি । তবে উন্মুক্ত বক্ষ ঢেকে আছে এক জোড়া নীল হাত। ছবিতে এমন কোনো শিল্প বা সৌন্দর্য চোখে পড়ল না। এককথায় ফালতু বলেই ‍উড়িয়ে দেওয়া  যায়। তবু ট্রোলের বন্যা বইছে ওই ছবিটাকে নিয়ে। কারণ? ট্রোলকারীরাও এক ধরনের বিকৃত আনন্দ উপভোগ করেন উরফির পোশাক আশাক নিয়ে কিছু বলতে। তারউপর আবার ভারতীয় কন্যা বলে কথা। যাই হোক. উরফি জাভেদ তার মতোই থাকুন।...