viral Archives - Mati News
Monday, December 15

Tag: viral

মিরপুর ১০ নম্বর ফুটপাতের দোকান নিয়ে যে পোস্টটি ভাইরাল

মিরপুর ১০ নম্বর ফুটপাতের দোকান নিয়ে যে পোস্টটি ভাইরাল

Cover Story
মিরপুর ১০ নম্বরের ফুটপাত ও আশপাশের নন ব্র্যান্ডের দোকানগুলো কদিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল। তবে ভালো কোনো কারণে নয়, নেতিবাচক কিছু ঘটনার রেশ ধরেই চলছে এই প্রচার। মিরপুর ১০ এর ফুটপাতের দোকান ঘিরে যে পোস্টটি ভাইরাল হয়েছে সেটা মূলত একজন নারীর লাঞ্ছনার শিকার হওয়ার পর থেকেই। নিচে পোস্টটি দেওয়া হলো- মিরপুর ১০ নাম্বার ফুটপাত ও আশেপাশের নন ব্রান্ড দোকানগুলো থেকে পার্মানেন্ট কেনাকাটা একদম বন্ধ করে দিন। তিনটা ভিডিওতে দেখা গেছে ১) মায়ের বয়সী মহিলার বুকে সজোরে লাথি মারছে দোকানদার। এরপর আরও কজন মিলে সেই মহিলাকে কিল, লাথি, ঘুষি মেরেছে৷ উনার অপরাধ জিনিস দেখলো কিন্তু কেন কিনলো না। ২) এক মেয়েকে সবাই মিলে মারছে। শাহবাগী/চোর আখ্যা দিয়ে গালমন্দ করছে। যদিও এই ঘটনাটায় মেয়েটি নির্দোষ। তার অপরাধ দামাদামি নিয়ে তাকে টিজ করার প্রতিবাদ করেছিলো সে। এই ঘটনায় একজন আটক হইছিলো। পরবর্তী কিছু জানিনা।...