২০৩০ সালের মধ্যে নিউক্লিয়ার ফিউশনে বিদ্যুৎ তৈরি করবে চীন - Mati News
Saturday, December 13

২০৩০ সালের মধ্যে নিউক্লিয়ার ফিউশনে বিদ্যুৎ তৈরি করবে চীন

চীনের অত্যাধুনিক নিউক্লিয়ার ফিউশন যন্ত্রটি পার করেছে নতুন মাইলফলক। সম্প্রতি ‘বেস্ট’ নামের যন্ত্রটির ডিউয়ার বেস সফলভাবে স্থাপন করা হয়েছে, যা কিনা মূল সংযোজন ধাপের আনুষ্ঠানিক সূচনা।

প্রকল্প টিম জানিয়েছে, ডিউয়ার হলো একটি বিশেষ নিরোধকযুক্ত পাত্র, যা ফিউশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় অতিশীতল পরিবেশ বজায় রাখে।

এর আরেক বিশেষত্ব হলো এটি ব্যবহারিকভাবে নিউক্লিয়ার ফিউশন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। পরিকল্পনা অনুযায়ী, এই যন্ত্র ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো ফিউশন-ভিত্তিক বাল্ব জ্বালিয়ে ইতিহাস গড়বে।

নিউক্লিয়ার ফিউশনকে বলা হয় চূড়ান্ত পরিচ্ছন্ন জ্বালানির উৎস—যা সূর্যের অনুকরণে শক্তি উৎপাদন করে। এতে বিপুল শক্তি উৎপন্ন হয়, তবে তেজস্ক্রিয় বর্জ্য বা গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটে না।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *