Monday, December 23
Shadow

হট উর্মিলার ‘ছাম্মা ছাম্মা’, নিন্দায় ভরে উঠল কমেন্ট সেকশন

উর্মিলারএলি অভরম৷ নামটা তেমন ভাবে কেউ না চিনলেও এনার সঙ্গে সালমান খানের নাম নিলেই সকলে এক কথায় চিনে যায়৷ সালমানের বিশেষ বান্ধবী হলেন অভিনেত্রী এলি অভরম৷ ‘বিগ বস’ এও এক সময় অংশ নিয়েছিলেন এলি৷

তারপর থেকে বলিউডের সিজলিং আইটেম গার্লের তকমাই জুটেছে তাঁর কপালে৷ নানা ছবিতে মুখ্য অভিনেত্রীর জন্য চেষ্টা করলেও শেষমেষ কোনও হট পার্শ্বচরিত্রেই অভিনয় করতে হয় তাঁকে৷

সম্প্রতি তাঁকে রীতিমত ট্রোলড হতে হল সোশ্যাল মিডিয়ায়৷ ‘ছাম্মা ছাম্মা’ গানটি লেজেন্ডারি আইটেম সংয়ের তালিকায় পড়ে৷ সেই গানের সদ্য রিমেক হওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছে সিনেপ্রেমীরা৷ তার থেকেও বড়ো কারণ হল এলি অভরমের অশ্লীল নাচ৷

এমনটা আমরা নই বলছে দর্শকরা৷ ‘চায়না গেট’ ছবির উর্মিলার মতোন্ডকরের ‘ছাম্মা ছাম্মা’ আজও সকলের চোখে লেগে আছে৷ তার রিমেক প্রথমত দর্শকরা ভাবতেই পারে না৷ তার মধ্যে  উর্মিলার এলি অভরমের স্বল্প পোশাক পরে এই ওয়েস্টার্ন ডান্স মেনে নিতে পারছে না নেটিজেনরা৷

তারা কমেন্ট সেকশনে রিমেকটির নিন্দা তো করছেনই পাশাপাশি এলিকে এই গানে নেওয়ার জন্য নিন্দা করেছেন ছবির কোরিওগ্রাফার এবং পরিচালকদের৷ রিমেকটি ‘ফ্রড সাইয়া’ ছবির৷ আরশদ ওয়ার্সি রয়েছেন ছবির মুখ্য ভূমিকায়৷

গানটিতে তিনিও রয়েছেন৷ গানের মাঝে মাঝে কালো পোশাক পরে এলিকে সেক্সি ডান্সে মুভস করতে দেখা যায়৷ সেই নিয়েও আপত্তি জানিয়েছে সিনেপ্রেমীরা৷ আজকাল অবশ্য রিমেকেরই যুগ৷ ৯০ দশকের সমস্ত গানের রিমেক করে চলেছেন সঙ্গীত পরিতচালকরা৷

 

পিরিয়ডের পূর্বের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো কি কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!