বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি ৪কে টিভি ভারতের বাজারে, দেখে নিন ফিচার
Sunday, January 25

বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি ৪কে টিভি ভারতের বাজারে, দেখে নিন ফিচার

টিভিহাই ডেফিনেশন বা এইচডি টিভির দিকেই এখন মানুষ বেশি ঝোঁকে। ৪কে হল হাই ডেফিনেশনের চার গুণ পিক্সেল। এবার বিখ্যাত টিভি ব্র্যান্ড ভিইউ দেশের বাজারে আনল ১০০ ইঞ্চির ৪কে টিভি। কী কী ফিচার রয়েছে এতে দেখে নিন।

বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি ৪কে টিভি এটি, দাবি সংস্থার। সংস্থার সিইও ডেভিতা শরাফ জানান, তিন বছরে ৯৫ কোটির এই সংস্থা এখন এসে দাঁড়িয়েছে ৭৫০ কোটিতে। গ্রাহকরা ভরসা করছেন তাঁদের। সব ধরনের টিভি মিলিয়ে এখনও পর্যন্ত ১০ লক্ষ টিভি বিক্রি করেছে ভিইউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *