Monday, December 23
Shadow

ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে

ফোনআলাদাভাবে এমবি না কিনে আপনি এক সিম থেকেই বিভিন্ন সিমে সহজে এমবি শেয়ার করতে পারেন। কিভাবে করবেন? নিচের পদ্ধতি অনুসরন করুন। এক ফোন থেকে অন্য ফোনে MB পাঠেতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১০ এম.বি পার করতে হলে ডায়াল করুন ১৪১&৭২১১১* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #
২৫ এম.বি পার করতে হলে ডায়াল করুন ১৪১&৭২১৯* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

৬০ এম.বি পার করতে হলে ডায়াল করুন ১৪১&৭২১৪* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

জিপি থেকে জিপি মেগাবাইট ট্রান্সফার করা যায় না তবে বিভিন্ন এমবির প্যাকেজ উপহার দিতেন পারেন, জিপি সিমে ব্যলেন্স ট্রান্সফার এর মত এমবি ও ট্রান্সফার করতে পারবেন ।

জিপি টু জিপি নাম্বার এ যে ভাবে এমবি ট্রান্সফার করবেন তা নিচে দেওয়া হলঃ ৭৫ এমবি = igift 75mb receiver’s no senders name
২৫০ এমবি= igift 250mb receiver’s no senders name পাঠিয়ে দিবেন ৫০০০ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!