Monday, December 23
Shadow

স্যামসাং -এর নয়া ফোন, সাধ্যের মধ্যেই দাম, জেনে নিন বিস্তারিত

স্যামসাং -এর নয়া স্মার্টফোন গ্যালাক্সি এম৩০। গত ৭ মার্চ প্রথম বার অনলাইনে ক্রেতাদের সামনে সুযোগ হয়েছিল ফোনটি কেনার। দ্রুত নিঃশেষ হয় স্টক। এবার আরও একবার সুযোগ মিলবে নতুন এই ফোন কিনে নেওয়ার।

প্রথম বারের ফ্ল্যাশ সেলে স্যামসাং-এর অনলাইন শপ ছাড়াও আমাজন থেকে ফোন কেনা সুযোগ মিলেছিল। ৭ মার্চের পরে এবার ১২ মার্চ পরবর্তী সেলের দিন ঠিক হয়েছে। ওইদিন বেলা ১২টায় শুরু হবে সেল।

জেনে নিন ফোনটির সম্পর্কে বিশদে—

  • এ৭৩ আর্ম কোর প্রসেসর।
  • দু’টি ভ্যারিয়ান্ট। একটি ৪ জিবি ও ৬৪ জিবি এবং অন্যটি ৬ জিবি ও ১২৮ জিবি সংস্করণ। প্রথমটির মূল্য ১৪,৯৯০ টাকা ও দ্বিতীয়টির মূল্য ১৭,৯৯০ টাকা।
  • রয়েছে ১৩ এমপি, ৫ এমপি, ৫ এমপি— ট্রিপল রিয়ার ক্যামেরা, আল্ট্রা ওয়াইড লেন্স সহ।
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফলে ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থাকবে না। তাছাড়া দ্রুত চার্জও করা যায়।
  • গ্রেডেশন ব্লু ও ব্ল্যাক— দুই চেহারায় মিলবে ফোনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!