Sunday, December 22
Shadow

ষষ্ঠ শ্রেণি বাংলা সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণি বাংলা : সততার পুরস্কার : সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. ফেরেশতা কে ছিলেন?

উত্তর: আল্লাহর দূত।

২. ফেরেশতা কিসের তৈরি?

উত্তর: নূরের।

৩. ফেরেশতা প্রথমে কার কাছে আসিলেন?

উত্তর: ধবল রোগীর কাছে।

৪. ধবল রোগী প্রথমে কী চেয়েছিলেন?

উত্তর: তার রোগ মুক্তি।

৫. দ্বিতীয়বার আল্লাহর দূতের কাছে কী চেয়েছিলেন?

উত্তর: উট।

৬. আমির অর্থ কী?

উত্তর: ধনী।

৭. নূর বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: আলো।

৮. স্বর্গীয় দূত অর্থ কী?

উত্তর: আল্লাহর বার্তা বাহক।

৯. মুহম্মদ শহীদুল্লাহ্ এর জন্ম কত খ্রিস্টাব্দে?

উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে।

১০. ভারতের কোন বঙ্গে জন্মগ্রহণ করেন?

উত্তর: পশ্চিমবঙ্গে।

১১. ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্ম?

উত্তর: চব্বিশ পরগণা জেলায়।

 

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান

Class 6 English

 

 

ষষ্ঠ শ্রেণি বাংলা : মিনু : সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. জন্মের আগে মিনুর কে মারা যায়?

উত্তর: বাবা।

২. মিনু কোথায় মানুষ হয়?

উত্তর: দূরসম্পর্কের এর পিসিমার বাড়িতে।

৩. মিনুর জগত কীসের?

উত্তর: চোখের।

৪. মিনু কয়টার সময় ঘুম থেকে উঠে?

উত্তর: ভোর চারটায়।

৫. কোন আকাশে দপদপ করে শুকতারা জ্বলে?

উত্তর: পূর্ব আকাশে।

৬. মিনুর পিসেমশাই এর নাম কী?

উত্তর: যোগেন বসাক।

৭. মিনুর মতে ভোরবেলা শুকতারা কি করতে উঠে?

উত্তর: কয়লা ভাঙতে।

১০. মিনুর পিসেমশাই কি কাজ করে?

উত্তর: ডেলিপ্যাসেঞ্জারি।

১১. মিনু ভোর বেলা কী করে?

উত্তর: কয়লা ভাঙে।

১২. মিনুর শত্রু কে?

উত্তর: কয়লা।

১৩. হাতুড়ির নাম কী?

উত্তর: গদাই।

১৪. পাথরের নাম কী?

উত্তর: শানু।

১৫. উনুনের নাম কী?

উত্তর: রাক্ষসী।

১৬. জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কী মনে হয়?

উত্তর: রক্তাক্ত মাংস।

১৭. রাক্ষসীর তৃপ্তি মনে হয় কাকে?

উত্তর: আঙুনের লাল আভাকে।

২০. মিনুর বন্ধু কারা?

উত্তর: রান্নাঘরের বাসন।

২১. ঘটিটার নাম কী?

উত্তর: পুটি।

২২. মিনু গল্পে কয়টা গ্লাস আছে?

উত্তর: চারটা।

২৩. গ্লাসগুলোর নাম কী?

উত্তর: হারু,বারু,তারু,কারু।

২৪. মিনুর সই কে?

উত্তর: শুকতারা।

২৫. মিটসেফের নাম কী?

উত্তর: গপগপা।

২৬. অবসরের সময় মিনু কোথায় যায়?

উত্তর: ছাদে।

২৭. ছাদ থেকে কোন গাছ দেখা যায়?

উত্তর: বড় কাঁঠালগাছ।

২৮. মিনুর বাবা বিদেশ গেছে এই কথা কে বলেছে?

উত্তর: মিনুর মাসিমা।

২৯. কার বাবা বিদেশ থেকে এসেছিল?

উত্তর: টুনুর।

৩০. কালা অর্থ কী?

উত্তর: বধির।

৩১. উনুন কী?

উত্তর: চুলা।

৩২. বাড়ির পিছনের ছোট দরজাকে কী বলা হয়?

উত্তর: খিড়কি।

৩৩. মিনু গল্পের লেখকের নাম কী?

উত্তর: বনফুল।

৩৪. বনফুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৯৯ খ্রীস্টাব্দে।

৩৫. তিনি পেশায় কী ছিলেন?

উত্তর: চিকিৎসক।

৩৬. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বনফুলকে কোন পদকে ভূষিত করা হয়?

উত্তর: পদ্মভূষণ।

৩৭. বনফুল কোথায় মারা যায়?

উত্তর: কলকাতায়।

৩৮. বনফুল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৭৯ খ্রীস্টাব্দে।

 

 

 

ষষ্ঠ শ্রেণি বাংলা : নীল নদ আর পিরামিডের দেশ : সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. জাহাজ কোন সময় বন্দরে পৌঁছালো?

উত্তর: সন্ধ্যার দিক।

২. জাহাজ যে বন্দরে পৌছালো সেই বন্দরের নাম কী?

উত্তর: সুয়েজ।

৩. লাল আর নীল রঙ মিলে কোন রঙ হয়?

উত্তর: বেগুনি।

৪. কত মাইল পার হয়ে ঠান্ডা হাওয়া আসছে?

উত্তর: একশ মাইল।

৫. সূর্য অস্ত গেলো কোথায়?

উত্তর: মিশর মরুভূমির পিছনে।

৬. সূর্যের রশ্মির প্রতিফলনে বালির রঙ কেমন ধারণ করে?

উত্তর: সোনালি।

৭. কাকে ভুতের চোখ মনে করছিল?

উত্তর: দুটি ছোট সবুজ আলোকে।

৮. উটের ক্যারাভ্যান কে এদেশে কী বলা হয়?

উত্তর: কাফেলা।

৯. বেদুইন কি খেয়ে প্রাণ বাঁচায়?

উত্তর: উটের গলায় জমানো জল।

১০. কত গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি?

উত্তর: পাঁচশ।

১১. কোন শহরকে লেখক নিশাচর শহর বলেছেন?

উত্তর: কায়রো।

১২. রাত কয়টার সময় সে বিস্তর বড় বড় শহর দেখছে?

উত্তর: এগারোটা।

১৩. মিশরীয় রান্না আর ভারতীয় রান্নার মধ্যে সম্পর্ক কেমন?

উত্তর: মামাতো বোনের মতো।

১৪. সুদানবাসীরা কত লম্বা হয়?

উত্তর: প্রায় ছয় ফুট।

১৫. কাদের গায়ের রঙ ব্রোঞ্জের মতো?

উত্তর: সুদানবাসীদের।

১৬. চোখের সামনে কয়টা পিরামিড ছিল?

উত্তর: তিনটা।

১৭. কোন অঞ্চলের পিরামিড সপ্তম আশ্চর্যের জন্য অন্যতম?

উত্তর: গিজে।

১৮. কয়টা দাড়োয়ান তসবি জপতেছিল?

উত্তর: দু-চারটা।

১৯. বেদুইন কী?

উত্তর: আরবের একটা যাযাবর জাতি।

২০. আল্লাখাল বলতে কি বোঝানো হয়েছে?

উত্তর: লম্বা ঢিলা জামা বিশেষ।

২১. তামাম শব্দের অর্থ কী?

উত্তর: সমস্ত।

২২. অরুণোদয় শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর: সূর্যের উদয়।

২৩. বিশ্বের প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম সভ্যতা কোনটা?

উত্তর: মিশর।

২৪. নীল নদ কোথায় অবস্থিত?

উত্তর: মিশরে।

২৫. নীল নদ আর পিরামিডের দেশ রচনাটির লেখক কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী।

২৬. রচনাটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর: জলে ডাঙ্গায়।

২৭. সৈদয় মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯০৪ সালে।

২৮. লেখক কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: আসামের করিমগঞ্জে।

২৯. তিনি কোথায় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

উত্তর: শান্তিনিকেতন থেকে।

৩০. শবনম লেখকের কোন ধরনের সাহিত্য?

উত্তর: গ্রন্থ।

৩১. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৭৪ সালে।

৩২. কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?

উত্তর: মিশরকে।

৩৩. লেখক কোন সম্প্রদায়কে অতি খানদানি বলেছেন?

উত্তর: নিগ্রো।

৩৪. কোন দেশীয় রান্নাকে লেখক ভারতীয় রান্নার মামাতো বোন বলেছেন?

উত্তর: মিশরীয় রান্নাকে।

৩৫. উটের ক্যারাভানকে মিশরীয় ভাষায় কি বলে?

উত্তর: কাফেলা।

৩৬. কায়রোতে কী রকম বৃষ্টি হয়?

উত্তর: দুই এক ইঞ্চির বেশি নয়।

৩৭. পিরামিড প্রায় কত ফুট উচু?

উত্তর: পাঁচশ ফুট।

৩৮. পিরামিড বানাতে কী পরিমাণ পাথরের প্রয়োজন হয়েছিল?

উত্তর: তেইশ লক্ষ।

৩৯. পিরামিড বানাতে কত বছর লেগেছিল?

উত্তর: বিশ বছর।

৪০. দৈবাৎ বলতে কী বোঝায়?

উত্তর: সহসা বা হঠাৎ।

 

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান

Class 6 English

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!