Monday, December 23
Shadow

জয়া আহসান এর শরীরচর্চার ভিডিও

জয়া আহসান

জয়া আহসান এর সৌন্দর্যে মুগ্ধ দুই বাংলা, দেখুন জয়ার শরীরচর্চার ভিডিও

 

জয়া আহসান  বাংলাদেশের অভিনেত্রী হলেও টলিউডেও সমান জনপ্রিয়। এই অভিনেত্রীর গ্ল্যামার যেন দিন দিন বাড়ছে। নিয়মিত জিমে সময় কাটান তিনি। শরীরী কসরতেই জয়া এমন ফিট। সম্প্রতি ভাইরাল হল অভিনেত্রীর একটি ভিডিও। যেখানে তাঁকে জিম করতে দেখা গিয়েছে। দেখে নিন সেই ভিডিও—

জয়া এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশে। সেখানকার রুসলান স্টুডিওতে শরীরচর্চা করতে দেখা গেল তাঁকে। নিজের ইনস্টাগ্রামেই সেটি শেয়ার করেন জয়া। ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন — ‘অল প্রোগ্রামস টেকস প্লেস আউটসাইড দ্য কমফোর্ট জোন’। অর্থাৎ ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে এলেই যে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো সম্ভব সেটাই যেন তিনি বলতে চেয়েছেন ওই ক্যাপশনে।

জিমে ঘাম ঝরানোর পাশাপাশি জয়া এই মুহূর্তে ব্যস্ত তাঁর নতুন ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নিয়ে।

 

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR07fzAxAYR5pDiB8LOEs8CbtczByJFJibmnJeiot17JAlv6lpYALeTjP0A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!