Thursday, March 13

বিশ্বের দীর্ঘতম লবণের গুহা আবিষ্কার ইসরায়েলে

বিশ্বের দীর্ঘতম

মালহাম নামে ইসরায়েলে বিশ্বের দীর্ঘতম সল্ট কেভ বা লবণ গুহা আবিষ্কারের দাবি করেছেন দেশটির গুহাসন্ধানীরা। এই গুহা এতটাই বড় যে একে আস্ত দেশ বলা শুরু করেছেন গবেষকদের একাংশ।

রেডিওকার্বন ডেটিংয়ে জানা গেছে, লবণের সঙ্গে আকরিক আর পানি মিশে তৈরি হয়েছে এই গুহা। এটি সাত হাজার বছরের পুরনো।

এই গুহায় রয়েছে ১০০টিরও বেশি কক্ষ। প্রতিটি কক্ষ প্রায় ৫ হাজার ৬৮৫ মিটার পর্যন্ত বিস্তৃত।

আরো জানা গেছে, গুহাটি প্রথম আবিষ্কার করেন হিব্রু বিশ্ববিদ্যালয়ের গুহা গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আমোস ফ্রামকিন। আশির দশকে এটির প্রায় পাঁচ কিলোমিটার মানচিত্র তৈরি করেন তিনি। কিন্তু ২০০৬ সালে গবেষকেরা ইরানের কেশম দ্বীপে ছয় কিলোমিটার দীর্ঘ নামাকদান গুহা আবিষ্কার করলে সারা বিশ্বে তা দীর্ঘতম লবণগুহার স্বীকৃতি পায়।

এরপর ২০১৭ সালে ফ্রামকিন বুলগেরিয়ার গুহা গবেষকদের নিয়ে ফের এই গুহা খোঁজার অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নেন। এই কাজে ইউরোপীয় ৮টি এবং স্থানীয় ২০টি দল নিয়ে তিনি একটি টিম তৈরি করেন।

২০১৮ সালে দ্বিতীয় দফায় ১০ দিন অভিযান চালিয়ে গুহার ১০ কিলোমিটারের বেশি এলাকা চিহ্নিত করেন তারা। ৮০টি স্থানীয় এবং আন্তর্জাতিক গুহাপ্রেমী দল মিলে লেজারের সাহায্যে মাপ নেওয়া এবং মানচিত্র তৈরির কাজ করেন তারা। তাদের চোখে এটিই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা।

 

 

https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg&t=6s&fbclid=IwAR0WVRUNXVp_-TYp3Xz7j-Dcd-IF-boMqXmp2Gm_ETi4JufiAcoD8frtnyw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *