এবার বলিউডে পা রাখছেন শ্রীদেবীর ছোট কন্যা
বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ও চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর সম্প্রতি ‘ধড়ক’ দিয়ে চলতি বছরে বলিউডে পা রেখেছেন। এবার বড় বোনকে অনুসরণ করে হিন্দি সিনেমাতে পা রাখতে যাচ্ছেন খুশি কাপুর।
বি-টাউনে আগে থেকেই কানাঘুষা চলছিল, জাহ্নবীর মতোই করণ জোহরের হাত ধরে হিন্দি সিনেমায় যাত্রা শুরু হবে খুশি কাপুরের, যিনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। সেই গুঞ্জন সত্যি হলো। খুশির অভিষেক নিয়ে মুখ খুললেন করণ।
সম্প্রতি নেহা ধুপিয়া সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য় (মৌসুম-৩) নির্মাতা করণকে জিজ্ঞেস করা হয়েছিল, নতুন বছরে তারকা-সন্তানদের মধ্যে কার অভিষেক হতে চলেছে। উত্তরে সেই ইঙ্গিত পাওয়া গেল। শোতে করণ জোহর বলেন, ‘মিজান (অভিনেতা-কমেডিয়ান জাভেদ জাফরির ছেলে) অসাধারণ তারকা ও নৃত্যশিল্পী। এবং সম্ভবত খুশি কাপুর, সে গর্জিয়াস ও খুব সুন্দর।’
সুতরাং, বলিউ...














