বৃষ্টি কিভাবে হয় জানো?
চতুর্থ শ্রেণির বিজ্ঞান বইতে মেঘ বৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। মেঘ ও বৃষ্টি কী করে হয়, বৃষ্টির ফোঁটা কিভাবে তৈরি হয়, এসব নিয়ে লিখেছেন ধ্রুব নীল।
বৃষ্টি কিভাবে হয় তা তো জানোই। ভূমিতে থাকা পানি বাষ্প হয়ে উড়ে উড়ে আকাশে গিয়ে জমাট বাঁধে, এরপর ঝরঝরিয়ে নামে বৃষ্টি হয়ে। কিন্তু এমনটা কেন ঘটে? মানে বাষ্পটা তো বেলুনের মতো উড়তে উড়তে একেবারে হারিয়ে যেতে পারতো, তাই না? এটা বুঝতে একটা ছোট্ট পরীক্ষা চালাতে পারো। প্লাস্টিকের পাত্র বা কচু পাতা হলে ভালো হয়। তাতে খুব কাছাকাছি দূরত্বে দুই ফোঁটা পানি রাখো সাবধানে। একটা ফোঁটা ছোট, আরেকটা একটু বড়। এরপর পাত্রটাকে এমনভাবে একটুখানি কাত করো, যাতে ফোঁটা দুটো একটা আরেকটাকে স্পর্শ করে। দেখবে বড় ফোঁটাটা বাগে পেলেই ছোট ফোঁটাটাকে কপাত করে গিলে ফেলছে। গেলার পর বড় ফোঁটার আকার বেড়ে যায় আরেকটুখানি।
কচু পাতার ওপর অনেকগুলো ছোট ছোট পানির ফোঁটা পড়ার পরও দেখবে একই ঘটনা ...

