Saturday, April 27
Shadow

চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষর জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর দেওয়া হলো। মাধ্যমিকের বিভিন্ন বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করা হয়েছে। নিয়মিত সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক আলোচনা ও মডেল টেস্ট পেতে চোখ রাখুন আমাদের সাইটে। আপডেট পেতে যোগ দিন এই গ্রুপে। শুধু চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান নয় এগুলো, বিসিএসসহ অন্য যেকোনো পরীক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ।

‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা।’- উক্তিটি কার?
উত্তর : লর্ড ব্রাইস

নিচের কোন উদ্ভিদটিকে ‘সূর্যকন্যা’ বলা হয়?
উত্তর : তুলা গাছ

‘জাগো বাহে কুন্ঠে সবাই’ এটি কোন বিখ্যাত নাটকের সংলাপ?
উত্তর : নূরলদীনের সারাজীবন

ইবোলা ভাইরাস কিসের নামানুসারে নামকৃত?
উত্তর : নদী

নিচের কোনটি সবচেয়ে বেশি স্থিতিস্থাপক?
উত্তর : স্টিল

অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী কে?
উত্তর : এলিনর ওস্ট্রম

লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৩

যদি আপনি ১ থেকে ১০০ পর্যন্ত গুনতে থাকেন, তবে এর মধ্যে কতটি ৫ পাবেন?
উত্তর : ১১

শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
উত্তর : ভারতীয়

৭২ সংখ্যাটির মোট ভাজক আছে–
উত্তর : ১২টি

একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
করতোয়া নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর : সিকিমের পর্বত অঞ্চল
উত্তর : ১৮

৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
উত্তর : ১০%

একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তর : ৭৩৫

বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব?
উত্তর : বীরশ্রেষ্ঠ

কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে?
উত্তর : রাইবোসোম

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ?
উত্তর : প্রাকৃতিক গ্যাস

বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর : যশোর

নেপালের আইনসভার নাম কী?
উত্তর : ফেডারেল অ্যাসেম্বলি

যা চিরস্থায়ী নয়-এককথায় কী বলে?
উত্তর : নশ্বর

‘অলীক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : সত্য

‘উত্তম-মধ্যম’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : প্রহার

‘প্রসন্ন’-এর বিপরীত শব্দ নিচের কোনটি?
উত্তর : বিষণ্ন

‘গাড়ি স্টেশন ছাড়ল’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অপাদানে শূন্য

‘আট কপালে’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : হতভাগ্য

‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কার লেখা?
উত্তর : জহির রায়হান

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
উত্তর : সৈয়দ শামসুল হক

খনিতে সোনা পাওয়া যায় – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অধিকরণে সপ্তমী

বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকারব্যবস্থা কয় স্তরবিশিষ্ট?
উত্তর : তিন স্তর

জাপানি মুদ্রার নাম কী?
উত্তর : ইয়েন

বিপরীত শব্দ : যেকোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

সাধারণ জ্ঞান MCQ : বিশ্ব ও বাংলাদেশ

বাংলা সাধারণ জ্ঞান : প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান বিজ্ঞান : প্রশ্নগুলোর উত্তর জানতেন কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!