ছোটদের সায়েন্স ফিকশন গল্প : বোতল মামা সিরিজ : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ধ্রুব নীলের লেখা ছোটদের সায়েন্স ফিকশন গল্প : বোতল মামা সিরিজ : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ধ্রুব নীল
লাল সোয়েটারের সঙ্গে কালো প্যান্ট। মাথায় ক্যাপ। কোমরে একটা বেল্টও আছে, যদিও ওটা বেশ ঢিলে হয়ে আছে। জুতো জোড়াও একদম চকচকে। সবমিলিয়ে বেশ গোলমেলে লাগছে পায়েলের। বোতল মামার এমন পোশাকের সঙ্গে সে মোটেই পরিচিত নয়। তবে দেখতে খারাপও লাগছে না। চুলগুলো অবশ্য আগের মতোই। আমাজনের গহীন জঙ্গল। পাখি ছেড়ে দিলে ওটা নির্ঘাৎ ওড়ার কথা ভুলে যাবে।
সোফায় বেশ আমুদে ভঙ্গিতে বসে আছেন বোতল মামা। পায়েলের দিকে তাকিয়ে বিজয়ীর মতো হাসছেন।
- বিশ্বজয় করে এসেছ মনে হচ্ছে।
- বিশ্ব! বল মহাবিশ্ব এখন হাতের মুঠোয়। হাহাহা।
- ঘটনা খুলে বল। আবার কী বানালে?
পায়েল খুব একটা কৌতুহল দেখাচ্ছে না। মামা প্রতিবারই কিছু না কিছু বানায় এবং প্রতিবারই সেটা হয় তার সেরা আবিস্কার।
- বুঝলি! আমার জীবনের সেরা...









