৯ হাজার মিটার উচ্চতায় চীনের ‘চিমু-১’: মালভূমির পরিবেশ রহস্যে নতুন জানালা
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লুলাং, নিয়িংছি। এই উচ্চ মালভূমির মাঝে সম্প্রতি সম্পন্ন হয়েছে এক বৈপ্লবিক বৈজ্ঞানিক অভিযান ‘চিমু-১’ টেথারড বেলুন অ্যাটমোসফেরিক অবজারভেশন এক্সপেরিমেন্ট। একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক অর্জনে এটি যুক্ত করেছে এক নতুন অধ্যায়।
এই টেথারড বা ভূমির সঙ্গে সংযুক্ত বেলুনটি ছিল উচ্চ প্রযুক্তিতে সুসজ্জিত। একসঙ্গে বহন করেছে ১৬ ধরনের বৈজ্ঞানিক পেলোড, যার মোট ওজন প্রায় ২০০ কেজি। বেলুনটি সফলভাবে উঠেছে ৫ হাজার ৫০০ মিটার উচ্চতায়,যেখান থেকে সংগ্রহ করা হয়েছে পরিবেশের ত্রিমাত্রিক উপাত্ত। এই অর্জন একক পয়েন্ট নমুনা সংগ্রহ পদ্ধতি থেকে ত্রিমাত্রিক পরিবেশ পর্যবেক্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি।
চীনা বিজ্ঞান একাডেমির অন্তর্ভূক্ত অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট বা সংক্ষেপে এআইআর—এই প্রকল্পের প্রধান কারিগরি দল। তাদের দাবি, এই পরীক্ষার ম...












