Monday, December 23
Shadow

বাজরিগার ও কবুতরের গুরুত্বপূর্ণ রোগের লক্ষণ , চিকিৎসা, প্রতিরোধ

কবুতরের

বাজারিকা ও কবুতরের গুরুত্বপূর্ণ রোগের লক্ষণ ,চিকিৎসা,প্রতিরোধ

লক্ষণঃ কবুতরের বমি

অনেক সময় দেখা যায় কবুতর বমি করে।এর নানাবিধি কারণ থাকতে পারে।

কারনঃ 1.Food poisoning

  1. Indigestion

চিকিৎসাঃ 1.Twoplus/Toxinil plus

যে কোন একটি ঔষধ ১ মিঃলিঃ ১ লিটার পানিতে ৫-৭ দিন

2.পেটে গ্যাস থাকলে খাবার সোডা ৩ গ্রাম ১ লিটার পানিতে ৩ ঘন্টা করে ৩ দিন।

লক্ষণঃ অতিরিক্ত স্হুলতা/ মোটাঃ

কারণঃ ১। তেলবীজ জাতীয় খাদ্য বেশি খাওয়ানো।

২। Fat Tumour

চিকিৎসাঃ

* খাবার নিয়ন্ত্রনে আনতে হবে।

* Choline H ১ মিঃলি ১ লিটার পানিতে ১০-১২ দিন

* Flight Case বা বড় খাচায় পাখি রাখতে হবে।

বাজরিগার এর শ্বাসতন্ত্রের রোগ সমূহঃ

বিভিন্ন কারনে পাখির শ্বাসতন্ত্রের সংক্রামন হতে পারে।শীত কালে ,ঠান্ডা পানি পান করালে,বা

সরাসরি দীর্ঘ্ সময় ঠান্ডা বাতসে পাখির শ্বসতন্ত্রের কিছু জীবানুর উপদ্রব দেখা দেয়।

লক্ষণঃ

* পাখির হঠাৎ করে সর্দি দেখা যেতে পারে।

* পাখি গা ফুলিয়ে বসে থাকে।

* গায়ের পালক দাডিয়ে থাকে।

* নাক দিয়ে পানি পরে।

* লাইটের নিচে বা রোদে রাখলে পাখি আরাম বোধ করে।

* সাথে সবুজ পায়খানা থাকতে পারে।

* লেজ উঠা নামা করতে পারে।

* পাখি হা করে নিশ্বাস নেয়।

কারণঃ মাইকোপ্লাজমা নামক জীবানু দ্বারা শ্বাসতন্ত্রের সংক্রামন

চিকিৎসাঃ ১ ও ২ নং থেকে ১ করে ঔষধ নিয়ে মিশিয়ে দিতে হবে।

১। মাইকো প্লাজমের বিরুদ্ধে এন্টিবাইটিক ব্যবহার করা।(যে কোন ১ টি)

* Tylodox ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Tylosef ২.৫ গ্রাম +Doxacil ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Al-T dox ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Tylosin DG ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Greentil ১ মিঃলিঃ ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Ticosin Plus ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Denagard ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Stiagen vet ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

২। ফুসফুস থেকে কফ বের করার জন্য কফ রিমুভার (যে কোন ১ টি)

* Respiron ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Broncho vet 2 মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Rescure ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Licorol ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Adovas/Alvasin ৫ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।(মানুষের ঔষধ)

* Brodil/Mucospel ২ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।(মানুষের ঔষধ)

CRD

দীর্ঘ্ দিন শ্বাসতন্ত্রের রোগে ভুগলে বা চিকিৎসা না করলে পাখির Chronic Respirator Disease হতে পারে।

লক্ষণঃ

  1. i) দীর্ঘ্ দিন শ্বাস কষ্ঠে ভোগা
  2. ii) নিঃশ্বাসের সময় পূর্ণ্ শরীর দিয়ে চেষ্টা করা এবং লেজ উঠানামা করা।

iii) দ্রুত ও হা করে নিঃশ্বাস নেয়া।

কারণঃ

* দীর্ঘ্ দিন শ্বাসকষ্ঠের চিাকৎসা না করা।

* পাখিকে দীর্ঘ দিন ঠান্ডায় রাখা।

* শ্বাস তন্ত্রের রোগের অসম্পুর্ণ্ চিকিৎসা কর।

চিকিৎসাঃ (যে কোন একটি)

  • CRD Cure ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।
  • Grentil  ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।
  • Micronid ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।
  • Enflox/ Enorosin ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

শ্বাসকষ্ঠ দুর করার জন্য (যে কোন একটি)

* Licoral ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Respiron ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

* Brodil ২ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।(মানুষের ঔষধ)

এয়ার স্যাক মাইটঃ

এয়ার স্যাক মাইট এক ধরনের অনুবীক্ষনিক পরজীবি। যা পাখির শরীরের অভ্যান্তরে অবস্থিত বায়ুথলিকে আক্রান্ত করে এবং স্বাভাবিক নিঃশ্বাসকে ব্যাহত করে।

লক্ষণঃ

* ঘন ঘন নিঃশ্বাস নিবে।

*মুখে অদ্ভুত শব্দ করবে।

*শরীরে চুলকানি থাকতে পারে।

চিকিৎসাঃ

* Acimec 1% Oral Solution ১ মিলি ১ লিটার পানিতে ১ দিন।

২১ দিন পর আবার ব্যবহার করতে হবে।

ছত্রাক জনিত নিউমনিয়াঃ

এতে বিশেষ করে বাজরিগার বাচ্চারা আক্রান্ত হয়।

লক্ষণঃ

* নাক ভেজা থাকে।

* জ্বা থাকতে পারে।

* শ্বাসকষ্ঠ ও লেজ উঠানামা করতে পারে।

* গা ফুলিয়ে বসে থাকে।

* পাখি হাচি ও কাশি দিতে পারে।

কারণঃ

*পুরাতন খাবার খাওয়ানো।

*অপরিস্কার খাবার খাওয়ানো।

*হাডিতে ছত্রাক বা খাঁচায় জন্মানো।

চিকিৎসাঃ

*Tablet Nystat ১ টা ১ লিটার পানিতে ১০ দিন ( মানুষের ঔষধ)

*Two plus ১ মিলি ১ লিটার পানিতে ১0 দিন।

*কপার সালফেট ১ গ্রাম ৫ লিটার পানিতে ২ ঘন্টা।

*Broncho Vet ২ মিলি ১ লিটার পানিতে ১0 দিন।

প্রতিরোধঃ

পরিস্কার পরিচ্ছন্নতা বজায় বাখতে হবে।(যে কোন একটা)

*Temsent ১ গ্রাম ১ লিটার পানি দিয়ে Spray করতে হবে

*কপার সালফেট ১ গ্রাম ১ লিটার পানি দিয়ে Spray করতে হবে

পেট খারাপ জনিত সমস্যাঃ

       সবুজ পায়খানাঃ (যে কোন একটা)

কারণঃ

*লিভার সমস্যা

*ক্ষুধা মন্দ

*পেটে সংক্রামন

চিকিৎসাঃ

নিচের সবগুলো (1, 2, 3 নং হতে ১টা করে নিয়ে এক সাথে মিশিয়ে দিতে হবে)

  1. Livait/Hepatovit (যে কোন একটা) ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।
  2. Acimox/Moxcil/Renamox(যে কোন একটা)১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।
  3. ACV ৫ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

সাদা চুনা পায়াখানা (যে কোন ১ টা)

কারণঃ

*কিডনী সংক্রামন

*পেটের সংক্রামন

চিকিৎসাঃ

 নিচের সবগুলো (1, 2, 3 নং হতে ১টা করে নিয়ে এক সাথে মিশিয়ে দিতে হবে)

  1. Acimox/Moxcil/Renamox(যে কোন একটা) ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।
  2. Nephrocare/Avisol/Biosol/Renal Care(যে কোন একটা) ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।
  3. Digestim ২ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

হলদে পায়খানা/পেষ্ট ভেন্ট/সালমোনেসিসঃ

লক্ষণঃ

*বাচ্চাদের ভেন্টে পায়খানা লেগে থাকা।

*পায়খানায় পানির পরিমান বেশি।

*পায়খানায় দুগন্ধ থাকতে পারে।

*গায়ে জ্বর থাকতে পারে।

চিকিৎসাঃ

*Ciprocin/Cepryl Solution (যে কোন একটা) ১ মিলি ১ লিটার পানিতে ৫ দিন।

*Napa tablet ১ মিলি ১ লিটার পানিতে জ্বর থাকলে ( মানুষের ঔষধ)

*Salmonil dry ১ গ্রাম ১ লিটার পানিতে ৫-৭ দিন।

*ACV ৫ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

*Hameco PH/Selko PH/Activate Gold(যে কোন একটা) ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

বাজরিগার পাখির মল/ বিষ্ঠায় আস্ত শস্যদানা

কারণঃ

**ভিটামিনের অভাব

চিকিৎসাঃ (যে কোন একটা)

**Rena WS/Megavit/Stresskill WS (যে কোন একটা) ১ মিলি ১ লিটার পানিতে ৫ দিন।

**সবুজ শাক সবজি দিতে হবে।

**Polzyme/Fra Multizyme/Acmezyme(যে কোন একটা) ১ মিলি ১ লিটার পানিতে ৫-৭ দিন।

খয়েরী বিষ্ঠা/কালো বিষ্ঠা/আমাশয়ঃ

চিকিৎসাঃ (1.2.3. হতে যে কোন ১টা +4,5 নং হতে ১টা নিয়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে)

  1. Coctreat EP/Coccik/Cocciure (যে কোন একটা) ১ গ্রাম ১ লিটার পানিতে ৫ দিন।
  2. Esb30% ২.৫ গ্রাম ১ লিটার পানিতে ৫ দিন।
  3. Cosumix plus ২.৫ গ্রাম ১ লিটার পানিতে ৫ দিন।
  4. Cevit/Rena-C/Eskavit-C (যে কোন একটা) ১ গ্রাম ৪ লিটার পানিতে ৫ দিন।
  5. Rena-K/K-Ten (যে কোন একটা) ১ গ্রাম ১০ লিটার পানিতে ৩ দিন।

আঘাত জনিত সমস্যাঃ

যদি পাখি রক্তাক্ত হয় তবে( সবগুলো থেকে ১টা করে)

**Injection Tracid দিয়ে আক্রান্ত স্থান ভিজিয়ে দিতে হবে।এতে ব্যাথা কমবে এবং রক্তপাত বন্ধ হবে।

**Rena-K/K-Ten (যে কোন একটা) ১ গ্রাম ১০ লিটার পানিতে ৩ দিন।

**Savlon/Detol Wash/Povisep lodin Wash(যে কোন একটা)

**Moxacil/renamox/Acimox(যে কোন একটা) ১ গ্রাম ১ লিটার পানিতে ৫ দিন।

**আক্রান্ত স্থানে  Alovera লাগিয়ে দিন।

**Napa Extera ১ ট্যাবলেট ১ লিটার পানিতে ভরাপেটে। (মানুষের ঔষধ)

গরমে হিটস্ট্রোকের করনীয়ঃ

*পাখির ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।

*লেবু ও গুরের শরবত দেওয়া যেতে পারে।

*অতিরিক্ত গরমে Multivitamin দেয়া বন্ধ রাখতে হবে।

*হিটস্ট্রোক প্রতিরোধে Cevit/Rena-C/Eskavit-C (যে কোন একটা) ১ গ্রাম ৩ লিটার পানিতে দুপুরে দিন।

*Aspirin- (মানুষের ঔষধ) ১টা ট্যাবলেট ২ লিটার পানিতে দুপুরে দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!