সয়াবিনের নতুন প্রজাতি উদ্ভাবনে এগিয়ে চীন - Mati News
Thursday, January 15

সয়াবিনের নতুন প্রজাতি উদ্ভাবনে এগিয়ে চীন

দ্রুত উন্নত হচ্ছে চীনের ‍কৃষি প্রজনন প্রযুক্তি। দেশটির জৈব-প্রযুক্তি সংস্থাগুলো ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উচ্চমানের সয়াবিনের নতুন প্রজাতি চাষে আগ্রহী হচ্ছে বেশি। সাম্প্রতিক এক জাতীয় বৈঠকে জানা গেল এ খবর।

শুক্রবার উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশে অনুষ্ঠিত সভায় উচ্চ-তেল এবং উচ্চ-ফলনশীল সয়াবিনের জাতগুলোর একটি সংগ্রহ প্রদর্শিত হয়।

চিলিনের ওই সভায় প্রদর্শিত নতুন প্রজাতিতে তেলের পরিমাণ ২২ শতাংশ বেশি এবং এখন রোপণ করা প্রজাতির তুলনায় ৮ শতাংশেরও বেশি ফলন পাওয়া যায়।

ওই সভায় বেইজিংয়ের তাবেইনং বায়োটেকনোলজি কোম্পানি তাদের উদ্ভাবিত নতুন জাত মাইয়ু ৫১১ উপস্থাপন করে। এটি উত্তরাঞ্চলে বসন্তকালীন রোপণের জন্য উপযুক্ত। এতে তেলের পরিমাণ ২৩.৬৯ শতাংশ বেশি।

নতুন এ জাতে প্রতি হেক্টরে চাষের খরচ প্রায় ১০০ ইউয়ান সাশ্রয় হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৫ সাল থেকে, চীনের বার্ষিক সয়াবিন আমদানির পরিমাণ ৮ কোটি টন ছাড়িয়ে গেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *