২০০৮সালে আমার সঙ্গে যেটা ঘটেছিল… : তনুশ্রী দত্ত
বেশ কিছুদিন লাইমলাইটের আড়ালে ছিলেন। ফিরেই আবার চেনা ফর্মে তনুশ্রী দত্ত।
হেনস্থার শিকার তিনিও। দাবি অভিনেত্রীর। এমনকি, বিষয়টা নিয়ে সরবও হয়েছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রির কারও সাড়া পাননি বলে অভিযোগ করলেন তনুশ্রী।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই সব পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করেন অভিনেত্রী। আর সেই পুরনো কাসুন্দি ঘাঁটতে গিয়েই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তনুশ্রীর কথায়, ‘‘#মিটু মুভমেন্ট হলিউডে হয়তো এক বা দু’বছর ধরে চলছে। কিন্তু ভারতে মিটু অনেক দিন আগেই হয়ে গিয়েছে। এ দেশে আমিই হয়তো হেনস্থার শিকার হয়ে প্রথম মিডিয়ার সামনে মুখ খুলি। কী ঘটেছিল, সেটা সবাই দেখেছে। কিন্তু সকলের ধারণা, হেনস্থা নিয়ে মুখ খোলার পরেই তনুশ্রী ইন্ডাস্ট্রি থেকে গায়েব।’’
‘হর্ন ওকে প্লিজ’ ছবিটির সেটেই তাঁর সঙ্গে এক অভিনেতা দুর্ব্যবহার করেন বলে সে সময়ে অভিযোগ করেছিলেন তনুশ্রী। এমনকি, ব...












