প্রসঙ্গ গুলিস্তানে বিস্ফোরণ : ঢাকা যেন মৃত্যুকূপ
২০১৬ সালের সরকারি হিসাব অনুযায়ী, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৭২ হাজার। ছয় বছরে হাতেগোনা কিছু ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড লাগানো ছাড়া ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের বিপর্যয় এড়াতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, রিখটার স্কেলে সাত মাত্রার ভূকম্পন হলে দুই কোটির বেশি মানুষের এই নগরীতে দেখা দিতে পারে ভয়াবহ বিপর্যয়। এ তো গেল প্রাকৃতিক দুর্যোগের কথা; কিন্তু মানবসৃষ্ট বিপদের শেষ নেই ৪০০ বছরের বেশি প্রাচীন এ শহরে। ঘরে-বাইরে সব জায়গায় বিপদের শঙ্কা। পুরো শহর যেন একটি মৃত্যুপুরী; অন্তত গত রোববার সায়েন্সল্যাব ও মঙ্গলবার গুলিস্তানে ভবনে বিস্ফোরণের পর এমন দাবি করাই যায়। এসব দুর্ঘটনার চিত্রে দেখা গেছে, ভবনের বিস্ফোরণে পথচারী মানুষজনও ক্ষতির শিকার হচ্ছেন, মারা যাচ্ছেন। এসি, গ্যাস সিলিন্ডার, স্যুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস ডেকে আনছে বড় বড় বিপদ।
তবে এখানেই শেষ নয়। এ শহরে...














