মায়ের সামনেই চুমু ও শরীরের গোপন জায়গাতে হাত!
পাশেই বসে রয়েছেন মা। তাতেও কোনো ভ্রূক্ষেপ নেই। সামনে দাঁড়িয়ে থাকা আর এক জনকে জড়িয়ে ঘনিষ্ঠ ভাবে চুমু খেতে শুরু করলেন তিনি! শুধু তা-ই নয়, শরীরের নানা গোপন জায়গাতেও ছুঁয়ে গেল হাত। বরং অবাক হওয়া তো দূর, উল্টে এমন কাজের পর তাদের উৎসাহিতই করলেন চার পাশের লোকজন!
কেন জানেন? আসলে তখন চলছিল একটি শুটিং। সমকামী চরিত্রে অভিনয় করছিলেন ফ্লোরা সাইনি ও আনবেশি জৈন। দু’জন অভিনেত্রীর এই শট এক টেকে ‘ওকে’ হওয়ায় প্রশংসা পেলেন তারা।
তবে এ কাজ মোটেও সহজ ছিল না। অন্তত ফ্লোরা সাইনি জানিয়েছেন তেমনটাই। ফ্লোরা সাইনির দাবি, এর আগে কখনও এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হননি তিনি। মেয়ে হয়ে একটি মেয়ের শরীর ঘনিষ্ঠ ভাবে ছোঁয়া, নানা যৌন উদ্দীপক আচরণ করা তার কাছে যত না কঠিন, তার চেয়েও কঠিন মেয়ে হয়ে আর একটি মেয়েকে চুমু খাওয়া!
আর এই কাজটি ফ্লোরার কাছে আরও কঠিন ও অস্বস্তিকর হয়ে পড়েছিল, কারণ শটের সময় সেটে উপস্থিত ছিলেন তার মা...














