নিজেই নিজের যমজ বোন : বিরল সমস্যায় তরুণী
নিজেই নিজের যমজ বোন : বিরল সমস্যায় তরুণী
চিকিৎসাবিজ্ঞানের বিরল এক সমস্যায় পড়েছেন মার্কিন তরুণী টেইলর মাহল। তিনি নিজেই যেন তার যমজ বোন।
অর্থাৎ তার দেহেই যেন তার যমজ বোন বাস করছেন! বিরল এ রোগ নিয়ে বেশ সমস্যায় পড়ছেন মাহল।
মাহল একজন মার্কিন সঙ্গিতশিল্পী ও বিনোদন জগতের কর্মী। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে তার বাস।
অত্যন্ত বিরল এ সমস্যা বিশ্বে যে একেবারেই নেই, তা নয়। মাহল বলেন, বিশ্বে তার মতো এ ধরনের রোগী মিলেছে মাত্র একশর মতো।
মাহলের সমস্যাটির নাম শিমেরিজম (chimerism)। এর অর্থ তিনি তার যমজ বোনের সঙ্গে একই দেহ ধারণ করেছেন।
কিন্তু কিভাবে তার দেহে এই বিরল সমস্যা প্রকাশ হলো? এ প্রসঙ্গে মাহল বলেন তিনি যখন খুব ছোট, তখনই তার দেহের দুই দিক দুই রঙে ধরা পড়ে বন্ধুদের কাছে। এরপর অদ্ভুত নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে।
চিকিৎসকরা জানান, তার দেহের দুটি রং কোনো জন...














