আগামীকাল মুক্তি পাচ্ছে, ‘টাইগার জিন্দা হ্যায়’
আগামীকাল মুক্তি পাচ্ছে, ‘টাইগার জিন্দা হ্যায়’
প্রথম কিস্তি ব্যবসা করেছিল দারুণ, বছর পাঁচেক পর তাই ‘টাইগার জিন্দা হ্যায়’-এর কাছেও দর্শকের আকাশ সমান প্রত্যাশা।
আগামীকাল আসছে ছালমান খানের অ্যাকশন ছবি
পরিচালক আলী জাফর আব্বাসের সঙ্গে আগের ছবি ‘সুলতান’ রেকর্ড ব্যবসা করেছিল। আব্বাস-সালমান জুটি যে ফের বাজিমাত করবে তাতে নিঃসন্দেহ অনেকেই; যদিও এবার ঈদের ছবি সালমানের ‘টিউবলাইট’ ফ্লপ করেছে।
প্রায় বছর দশেক পর কোনো ছবি ফ্লপ হওয়ায় অভিনেতার অবশ্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ ‘টিউবলাইট’-এ ‘সালমানীয়’ উপাদান না থাকায় প্রত্যাশামতো ব্যবসা না করার পূর্বাভাস আগেই দিয়েছিলেন অনেকে। সে অভাব কড়ায়-গণ্ডায় মিটিয়ে দিতে আগামীকাল আসছে ‘টাইগার জিন্দা হ্যায়’। সিনেমাটি যে বাজিমাত করতে যাচ্ছে, এর মধ্যেই সে ইঙ্গিতও পাওয়া গেছে। কারণ ট্রেলার মুক্তির পর এটা প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেখা হি...














