ছোটদের সাধারণ জ্ঞান
১. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।
২. একটি সমকোণের পরিমাপ কী?
উত্তর: ৯০
৩. মানবদেহের সবথেকে শক্তিশালী পেশি কোনটি?
উত্তর: উরু পেশি।
৪. বাংলাদেশে রাষ্ট্রপতি কয় বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: পাঁচ বছর।
৫. বিজ্ঞানের যে শাখায় পাখীদের সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কী বলে ?
উত্তর: অরনিথোলজি।
৬. অ্যালিস ইন ওয়ান্ডার ল্যান্ড গল্পটি কে রচনা করেন?
উত্তর: লুই ক্যারল।
৭. গাণিতিক সংখ্যা শূন্য কে আবিষ্কার করেন ?
উত্তর: আর্যভট্ট ।
৮. পাউরুটি তৈরি করতে কোন ধরনের ছত্রাক ব্যবহৃত হয় ?
উত্তর: ইস্ট।
৯. আলেকজান্ডার ফ্লেমিং কোন বিখ্যাত আবিষ্কারটি করেন?
উত্তর: পেনিসিলিন ।
১০. মানবদেহে কয়টি হাড় রয়েছে?
উত্তর: ২০৬টি।
সাধারণ জ্ঞান :...