মা হতে চলেছেন সুরবীন
কয়েক মাস আগে নিজের বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুরবীন চাওলা। বলেছিলেন, দুই বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। এবার জানালেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সুন্দরী।
গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে গর্ভধারণের খবর দেন সুরবীন। ইনস্টাগ্রামে একটি আদুরে ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, ‘জীবন যা চায়, তাই হয়; যখন চায়, তখনই হয়। এবং ঠিক এখন, এই মুহূর্তে যা হতে চলেছে, আমাদের পৃথিবীকে আরো সুন্দর ও আশীর্বাদপুষ্ট করতেই তা হতে চলেছে! হ্যাঁ, অলৌকিক কিছু হতে চলেছে আর তার নাম জীবন! দুটো পুঁচকে পা বেড়ে উঠছে।’
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সুরবীন বলেন, ‘এটা অসাধারণ সুন্দর অনুভূতি, আর এটা আমার ও অক্ষয়ের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই জীবন সুন্দর হলো।’ তিনি আরো বলেন, ‘এখন প্রতিটি পদক্ষেপই দেখেশুনে চলি। মাতৃত্ব আমার কাছে একটা অনুভূতি, যা ভেতরে জন্মায়, ভেতরের জীবনটার সঙ্গে জন্মায়।’
...