স্বপ্নের জুটি হলেন শাহরুখ- হিনা !
গত সপ্তাহে ছিল বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন (২ নভেম্বর)। এ বিশেষ দিনটি উপলক্ষে ভারতের সংবাদমাধ্যম ডিএনএ একটি মজার আয়োজন করে। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ‘ডিএনএ আফটার হারস’ অ্যাকাউন্ট থেকে ভক্তদের কাছে প্রশ্ন রাখা হয়, টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট, হিনা খান, দ্রশটি ধামি, এরিকা ফার্নান্দেজ ও সুরভি চন্দনার মধ্যে কে হতে পারেন কিং অব রোমান্সের জুটি?
ভক্তদের ভোটে কিং খানের ‘স্বপ্নের জুটি’ হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী হিনা খান। টিভি অভিনেত্রীদের মধ্যে হিনাই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত।
ডিএনএ জানিয়েছে, ভোটে অংশ নিয়েছেন আড়াই হাজার ভক্ত। ৪৭ শতাংশ ভোট পেয়েছেন বিগ বস-১১ তারকা হিনা খান। জেনিফার উইঙ্গেট পেয়েছেন ২৯ শতাংশ ভোট। সুরভি ও এরিকা দুজন মিলে পেয়েছেন ১৬ শতাংশ ভোট। আর সবাইকে অবাক করে দিয়ে দ্রশটি পেয়েছেন সর্বনিম্ন ভোট।
শাহরুখ খান ও হিনা খানকে নিয়ে ভক্তকুল খুব উচ্ছ্বসিত...













