Islam Archives - Page 10 of 10 - Mati News
Saturday, December 13

Islam

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আইরিশ গায়িকা

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আইরিশ গায়িকা

Entertainment, Islam
সুপরিচিত আইরিশ গায়িকা সিনিড ও'কনর ঘোষণা দিয়েছেন যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফলে তিনি নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন ‘শুহাদা’। খবর বিবিসি। টুইটারে দেওয়া এক বার্তায় শুহাদা বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি গর্বিত। মুসলিম হতে তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন। সিনিড (বর্তমান নাম শুহাদা) বলেছেন, তার এই সিদ্ধান্ত যেকোনো বুদ্ধিমান ধর্মতত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি। টুইটার বার্তায় আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়। ১৯৯০ সালে রিলিজ হওয়া ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্যে তিনি সবচেয়ে সুপরিচিত। ওই বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল এই গানটি। শুহাদা নিজের একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে যে তিনি আজান দিচ্ছেন। বৃহস্পতিবার শেখ ড. উমর আল-কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট ...