কনফুসিয়াসের বাণী : যে শেখে ও যে ভাবে
কনফুসিয়াসের এই চিরন্তন বাণী জ্ঞানের প্রকৃত স্বরূপ তুলে ধরে। তিনি বলেন, শুধু শেখাই যথেষ্ট নয়— সেই শেখাকে যদি চিন্তার আলোয় না দেখা যায়, তবে তা দিকহারা এক যাত্রার মতো। আবার কেবল ভাবনা, কিন্তু শেখার প্রতি অনীহা— সেটিও বিপজ্জনক, কারণ চিন্তা তখন বাস্তবতার মাটিতে দাঁড়াতে পারে না। শেখা ও ভাবনা— এ দুয়ের মিলেই গড়ে ওঠে সত্যিকারের প্রজ্ঞা। এই শিক্ষাই আমাদের শেখায় ভারসাম্যের গুরুত্ব, যেখানে জ্ঞান ও চিন্তা হাতে হাত ধরে এগিয়ে যায় জীবনের প্রতিটি অধ্যায়ে।
Confucius quotes, wisdom of Confucius, Chinese philosophy, learning and thinking, Confucius sayings, life lessons, ancient wisdom, philosophical quotes, moral education, knowledge and reflection, Confucius teachings, inspirational philosophy, wisdom quotes...














