এআই’র নিরাপত্তা নিশ্চিতে চীনের সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী খসড়া - Mati News
Tuesday, December 16

এআই’র নিরাপত্তা নিশ্চিতে চীনের সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী খসড়া

চীনের সাইবার নিরাপত্তা আইনের সংশোধনীর খসড়া আগামী জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির অধিবেশনে উত্থাপন করা হবে। এই সংশোধনীতে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও সুষ্ঠু উন্নয়ন সম্পর্কিত নতুন ধারা যুক্ত করা হয়েছে।
স্থায়ী কমিটির আইন বিষয়ক কমিশনের মুখপাত্র ওয়াং সিয়াং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, এই খসড়া নতুন প্রযুক্তিগত উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
তিনি বলেন, এতে আইনি দায়বদ্ধতা আরও স্পষ্ট করা হয়েছে, সাইবার নিরাপত্তার দিকনির্দেশনা বিস্তৃত করা হয়েছে, এবং সিভিল কোড ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের সঙ্গে সামঞ্জস্য বাড়ানো হয়েছে।
১৪তম জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *