Thursday, December 5
Shadow

৫ম রুটে চালু হলো চীনের তৈরি সি৯১৯

তথ্যসূত্র: সিএমজি বাংলা

চীনের তৈরি বৃহৎ যাত্রীবাহী বিমান সি৯১৯ সোমবার উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সি’আন থেকে বেইজিংয়ের নতুন রুটে ফ্লাইট শুরু করেছে। সোমবার সি৯১৯ অপারেটর চায়না ইস্টার্ন এয়ারলাইন্স জানাল এ খবর।

এদিন এমইউ-২১১৩ নামের ফ্লাইটটি ১৩৯ জন যাত্রী নিয়ে বেইজিং সময় বিকাল ৪টায় সি’আন সিয়ানইয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের পথে উড্ডয়ন করে।

ফিরতি ফ্লাইট বেইজিং থেকে রাত ৮টায় ছেড়ে যায়। এ ফ্লাইটের সময়কাল প্রায় আড়াই ঘণ্টা।

সি৯১৯ তার প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি ২০২৩ সালের মে মাসে সম্পন্ন করে। এরপর থেকে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতু ও শাংহাইয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে উড়োজাহাজটি।

শনিবার পর্যন্ত চীনের তৈরি সি৯১৯ উড়োজাহাজটি মোট ৩১৩৩টি ফ্লাইট সম্পন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!