Monday, March 17

কুইচৌতে সম্পন্ন হওয়ার পথে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

চীনের কুইচৌ প্রদেশে নির্মিত হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। এর নির্মাণকাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। মার্চের মধ্যেই সেতুর ডেক প্যানেল স্থাপন শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় গণকংগ্রেসের উপদেষ্টা চাং শেংলিন।

(250114) — ZHENFENG, Jan. 14, 2025 (Xinhua) — An aerial drone photo shows the construction site of the Huajiang grand canyon bridge in southwest China’s Guizhou, Jan. 14, 2025. By far, 93 sections of the Huajiang grand canyon bridge of Liuzhi-Anlong expressway in Guizhou have been assembled, and the bridge is about to finish its closure. The construction of the 2,890-meter-long bridge started in 2022. With a designed height of 625 meters between the bridge deck and the Beipanjiang River below, the bridge is set to be the highest in the world after it is completed in 2025. (Xinhua/Yang Wenbin)

সেতুটির মূল স্প্যান ১,৪২০ মিটার এবং উচ্চতা ৬২৫ মিটার—যা ২০০ তলা ভবনের সমান। আগের ৫৬৫ মিটার উচ্চতার বেইপানজিয়াং ব্রিজকেও এটি ছাড়িয়ে যাবে।

চাং জানালেন, প্রকৌশলীরা মূল কাঠামোর নির্মাণ শেষ করেছেন। এখন সেতুর ডেক স্থাপনের পর প্রধান ক্যাবলগুলোর অ্যান্টি-করোশন ও বৈদ্যুতিক সরঞ্জামের কাজ চলছে।

২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সেতুটি চালু হলে এটি চীনের প্রকৌশল দক্ষতার প্রতীক হয়ে উঠবে এবং কুইচৌকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

এটি দক্ষিণ-পশ্চিম চীনের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগের অংশ, যা নদী পারাপারের সময় দুই ঘণ্টা থেকে কমিয়ে মাত্র দুই মিনিটে নিয়ে আসবে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *