অক্টোবর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনে অ্যাপলের ব্যবসার পরিধি আরও বৃদ্ধির পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। শুক্রবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টেক জায়ান্টটি অভিন্ন উন্নয়ন অর্জনের জন্য চীনা অংশীদারদের সঙ্গে স্থিতিশীল সহযোগিতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করে। এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং চীনে দীর্ঘমেয়াদী উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন যেখান টিম কুক।
চীন এখন বিদেশি কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগ করার জন্য আরও সুযোগ দিচ্ছে এবং বিদেশী-বিনিয়োগকৃত উদ্যোগের উদ্বেগ মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে ওয়াং বলেন, অ্যাপল সুযোগগুলোকে কাজে লাগাতে এবং চীনের বাজারে তার উপস্থিতি আরও বৃদ্ধিকে আমরা স্বাগত জানাই।
এসময় ওয়াং জোর দিয়েছ বলেন, চীন-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফলের ভিত্তিতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা উভয় দেশের মৌলিক স্বার্থ রক্ষা করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে।