চীনে নতুন উচ্চতায় সোনার দাম - Mati News
Friday, December 5

চীনে নতুন উচ্চতায় সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য ঊর্ধ্বমুখী থাকায় চীনে সোনার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বুধবার দেশটির একাধিক প্রধান স্বর্ণ ব্র্যান্ড জানায়, সেখানে সোনার অলংকারের দাম গ্রামপ্রতি এক হাজার ইউয়ান ছাড়িয়ে গেছে।স্থানীয় সময় অনুযায়ী, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুনে সরবরাহযোগ্য সোনার ফিউচারস দাম বেড়ে প্রতি আউন্সে ৩,৩৩২.০৮ ডলারে পৌঁছায়।

একই সময়ে লন্ডন স্পট গোল্ডের দাম তাৎক্ষণিক লেনদেনে প্রতি আউন্সে ৩,৩১০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

গোল্ডম্যান স্যাকস, জেপিমরগ্যান চেজ এবং ইউবিএসসহ একাধিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি সোনার দাম নিয়ে তাদের পূর্বাভাস আরও বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক নিয়ে বৈশ্বিক উত্তেজনা বাড়া এবং এশীয় বাজারে সোনা বিনিয়োগে আগ্রহ বৃদ্ধির ফলে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *