চীনে সরব বাঁশের অর্থনীতি - Mati News
Wednesday, January 28

চীনে সরব বাঁশের অর্থনীতি

ফয়সল আবদুল্লাহ

প্লাস্টিকের বিকল্প খোঁজা নিয়ে বেশ ক’বছর ধরেই সরব চীন। এবার এ জায়গায় বাঁশের ব্যবহার ঘিরে একটি পরিপূর্ণ শিল্পব্যবস্থা গড়ে উঠেছে, যা এখন দ্রুত অর্থনৈতিক গুরুত্ব অর্জন করছে—জানিয়েছে দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন।

সংস্থাটির তথ্যমতে, চীনের বাঁশ শিল্পের বার্ষিক উৎপাদন মূল্য ইতোমধ্যে ৫২০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে এবং পণ্যের ধরন দাঁড়িয়েছে ১৫ হাজারেরও বেশি। গত তিন বছরে বিশেষ কর্মপরিকল্পনার আওতায় শিল্প ক্লাস্টার গঠন ও খাতটির সামগ্রিক পরিবেশ উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি পর্যায়ে ৯০ কোটি ইউয়ান বরাদ্দসহ বিভিন্ন প্রণোদনা নীতি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি, ৯টি শ্রেণিতে ১৪০টি বিষয়ের ওপর বিশেষ মানদণ্ড এবং বাঁশজাত পণ্যের জন্য একাধিক আন্তর্জাতিক মান প্রণয়ন করা হয়েছে।

বর্তমানে চীনে ১০ হাজারের বেশি বাঁশ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ২ কোটি ৯০ লাখ মানুষ কর্মরত। দেশটির ১০টি কাউন্টিতে বাঁশ শিল্পের বার্ষিক উৎপাদন মূল্য ১০ বিলিয়ন ইউয়ানের বেশি।

চীনে প্রায় ৮০ লাখ হেক্টর বাঁশবন আছে। বছরে এগুলোয় আনুমানিক ১৫ কোটি টন বাঁশ উৎপাদন হয়।

সূত্র: সিএমজি

https://img2.chinadaily.com.cn/images/202502/10/67a94fe6a310a2ab87b6a08d.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *