চীন–আফ্রিকা বন্ধুত্ব: ধানের ক্ষেত থেকে মানুষের হৃদয়ে - Mati News
Friday, January 9

চীন–আফ্রিকা বন্ধুত্ব: ধানের ক্ষেত থেকে মানুষের হৃদয়ে

ফয়সল আবদুল্লাহ : সত্তরের দশকে আফ্রিকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ধানের ক্ষেতে আলোয় ঝিলমিল করত সোনালি ধান। সেই কাদামাখা ক্ষেতে পা ডুবিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন চীনের কৃষি বিশেষজ্ঞরা—সেচ, চাষাবাদ আর ফলন বাড়ানোর কৌশল তারা শিখিয়ে দিতেন হাতে–কলমে।

সে উদ্যোগ শুধু কৃষিতেই সীমাবদ্ধ থাকেনি। আফ্রিকার মাটিতে গজানো ধানের শীষের সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছিল চীন ও কঙ্গোর গভীর বন্ধুত্ব। কঙ্গোর উপ–প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনীতিমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা স্মরণ করেন, চীনা বিশেষজ্ঞদের শেখানো পদ্ধতিতে ধান চাষ করে কঙ্গোর বহু পরিবার তাদের জীবনের মান বদলে ফেলেছে।

আজও সেই সম্পর্ক বিস্তৃত হচ্ছে। শিল্পোন্নয়ন, অবকাঠামো, কৃষি গবেষণা থেকে শুরু করে প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে চীন–আফ্রিকা সহযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। গত ২৫ বছরে আফ্রিকায় সড়ক–রেল নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাণিজ্য সম্প্রসারণে চীনের ভূমিকা স্পষ্ট।

ড্যানিয়েল বলেন, চীনের সঙ্গে ডিআরসি তার অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আশা প্রকাশ করেন যে আরও চীনা উদ্যোগ দেশে বিনিয়োগ করবে এবং ব্যবসা প্রতিষ্ঠা করবে যাতে শিল্প উন্নয়নের গতি বাড়বে, কাঁচামাল রপ্তানির বাইরে স্থানীয় প্রক্রিয়াকরণ ও উৎপাদনের দিকেও অগ্রসর হবে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে ডিআরসির অবস্থান উন্নত হবে।

উপ-প্রধানমন্ত্রী বলেন, চীনের উন্নয়নের পথ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, ‘চীন কয়েক কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনেছে। এই অভিজ্ঞতা আফ্রিকার জন্য তাৎপর্যপূর্ণ।’

বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইথিওপিয়া, সোমালিয়া, তানজানিয়া এবং লেসোথো সফর শুরু করেছেন। তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে চীন-আফ্রিকা জনগণের সাথে জনগণের বিনিময় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

চীনে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত হোদান ওসমান আবদি বলেন, প্রতি বছর আফ্রিকাকে প্রথম বিদেশ গন্তব্য হিসেবে গড়ে তোলাটা চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহ্য। এটি তার আফ্রিকার প্রতি এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্রতি চীনের দৃঢ় প্রতিশ্রুতিও তুলে ধরে।

ওসমান আবদি বলেন, ‘সোমালিয়া একটি সম্পদশালী দেশ, যার উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভাবনা রয়েছে এবং আমরা চীন-সোমালি সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।’

মালির একজন বিশেষজ্ঞ ও চেচিয়াং নরমাল ইউনিভার্সিটির আফ্রিকান জাদুঘরের পরিচালক ইয়োরো ডায়ালো বলেন, চীনের আধুনিকীকরণ তার নিজস্ব বৈশিষ্ট্যসহ উন্মুক্ততার ওপর ভিত্তি করে রচিত।

তিনি আরও বলেন, মহাদেশজুড়ে দেশগুলো এই অগ্রগতি থেকে উপকৃত হবে, কারণ চীন-আফ্রিকা সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধা, বাস্তব ফলাফল এবং আন্তরিক বন্ধুত্বের ওপর নির্মিত।

এই ধরনের মূল্যায়ন বছরের পর বছর ধরে চীন-আফ্রিকা সহযোগিতার সুনির্দিষ্ট ফলাফলেও প্রতিফলিত হয়। গত ২৫ বছরে, চীন আফ্রিকাকে প্রায় এক লাখ কিলোমিটার রাস্তা এবং ১০ হাজার কিলোমিটারেরও বেশি রেলপথ নির্মাণ ও উন্নীত করতে সহায়তা করেছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত, চীনা কোম্পানিগুলি আফ্রিকায় ১১ লাখ বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং ২০২৪ সাল পর্যন্ত টানা ১৬ বছর ধরে চীন আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল।

মোজাম্বিকের ফ্রিলিমো পার্টির মহাসচিব চাকিল আবুবাকার বলেছেন, চীন ও আফ্রিকা, আধুনিকীকরণের দিকে একসাথে কাজ করে, উভয় পক্ষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করছে।

চীন-আফ্রিকা সহযোগিতা কাঠামোর অধীনে, মোজাম্বিকে ধান, আলু এবং কাজু বাদামের গবেষণার জন্য কৃষি গবেষণাগারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

নাইজেরিয়ার প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলিয়াস ইহোনভবেরে বলেছেন, চীনের আফ্রিকার জন্য বাজার প্রবেশাধিকার সম্প্রসারণের সিদ্ধান্তের আওতায় ৫৩টি আফ্রিকান দেশ আছে। এখানে ১০০ শতাংশ শুল্কমুক্ত ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। একটি সত্যিকার অর্থে প্রগতিশীলতার প্রতিনিধিত্ব করে।

ইহনভবেরে বলেন, তিনি যে এআই পণ্যগুলো পর্যবেক্ষণ করেছেন তা আফ্রিকার অনেক সমস্যার সমাধানে সহায়তা করতে পারে।

ইহনভবেরে বলেন, চীনে সরকারি বৃত্তির মাধ্যমে অধ্যয়নরত আফ্রিকান শিক্ষার্থীকে দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত।

তার মতে, এই শিক্ষার্থীরা চীনা মূল্যবোধ এবং সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা অর্জন করবে এবং দেশে ফিরে তারা ভবিষ্যতে এই বন্ধুত্বকে বহন করার গুরুত্বপূর্ণ সেতু হয়ে উঠবে।

ধানের ক্ষেতে শুরু হয়েছিল যে সহযোগিতা, আজ তা মানুষের জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎকে যুক্ত করে এক যৌথ পথচলার গল্প হয়ে উঠেছে—চীন ও আফ্রিকার মানুষের মধ্যে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *