চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না: মাও নিং - Mati News
Thursday, December 25

চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না: মাও নিং

চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং যুক্তরাজ্যের তথাকথিত গোয়েন্দা তথ্যের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। বুধবার এমন মন্তব্য পুনর্ব্যক্ত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মঙ্গলবার ব্রিটিশ রাজনীতিবিদদেরকে দেশটির গোয়েন্দা সংস্থা এমআই-৫ দুটি লিঙ্কডইন অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করে। এই পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন মাও। এমআই-৫ দাবি করেছে ওই দুটি অ্যাকাউন্ট চীনা নিরাপত্তা কর্তৃপক্ষের পক্ষে পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে মাও বলেন, চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং যুক্তরাজ্যের সংসদের তথাকথিত গোয়েন্দা তথ্যের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই।’

ভুয়া অভিযোগ ও মিথ্যা প্রচার বন্ধ করার সময় এসেছে বলেও  মন্তব্য করেন মাও নিং।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *