Sunday, December 22
Shadow

চীন-যুক্তরাষ্ট্রের নতুন শিপিং রুট চালু

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সঙ্গে উত্তর চীনের হবেই প্রদেশের সংযোগকারী একটি নতুন এক্সপ্রেস শিপিং রুট চালু হয়েছে। এতে করে বেইজিং-থিয়েনচিন-হবেই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মার্কিন বাজারে আরও দ্রুত প্রবেশ করতে পারবে। সম্প্রতি অফিসিয়াল তথ্যে আরও জানানো হয়েছে, নতুন শিপিং রুটের ফলে উত্তর চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য ডেলিভারির সময় ১৬ দিনে দাঁড়াবে এবং এটিই হবে এই দুই অঞ্চলের মধ্যে দ্রুততম সামুদ্রিক করিডোর।

china us shipping route

উপকূলীয় শহর ছাংচৌয়ের হুনাকহুয়া বন্দর থেকে এই রুটে সপ্তাহে একটি করে কার্গো জাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে এ রুটের অপারেটর হ্যত্য ইন্টারন্যাশনাল শিপিং। প্রশান্ত মহাসাগর পেরিয়ে লস অ্যাঞ্জেলেস বন্দরে সরাসরি সমুদ্রযাত্রা করার আগে জাহাজটি প্রথমে শাংহাই বন্দরে থামবে।

নতুন রুটটি পুরোপুরি চালু হলে উল্লেখযোগ্যভাবে পরিবহন খরচ কমবে এবং আন্তঃসীমান্ত ই-কমার্সের গতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!