ছেংতু আসরে অ্যাক্রোবেটিক্সে সোনাজয় চীনা নারীদলের - Mati News
Friday, December 5

ছেংতু আসরে অ্যাক্রোবেটিক্সে সোনাজয় চীনা নারীদলের

তোং’আন লেক স্পোর্টস পার্কের মাল্টিফাংশনাল জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ২০২৫ বিশ্ব ক্রীড়া আসরে অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সের নারীদের দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে চীন।

কুয়ো চিয়াছুয়ান, মা ইয়িসিং ও তিং ওয়েনইয়ানের দল ‘মোৎজাই হুয়া’ বা জুঁই ফুল শিরোনামে সুরের বৈচিত্র্যময় পরিবেশনায় নিখুঁত সিঙ্ক্রোনাইজেশন দেখান। অ্যাক্রো, পিরামিড, টস ও টাম্বলিংয়ের প্রতিটি উপাদান নিখুঁতভাবে শেষ করে তারা ২৯.২৩ পয়েন্ট পান, যা যুক্তরাষ্ট্রের ২৮.৬৭০ পয়েন্টকে ছাড়িয়ে যায়। ২৮.৪৮০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতে ইসরায়েল।

China Gymnastic athlete Gold

দলের তিনজনই চিয়াংসু প্রদেশের বাসিন্দা—যেখানে জুঁই ফুলের একটি সাংস্কৃতিক শিকড় রয়েছে। ছয় বছর ধরে একসাথে প্রশিক্ষণ নেওয়া এই ত্রয়ী ২০২৪ সালের পর্তুগালের বিশ্বচ্যাম্পিয়নশিপের স্বর্ণজয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *