থ্রি বডি প্রবলেমের গ্রাফিক নভেল আসছে জানুয়ারিতে - Mati News
Sunday, December 14

থ্রি বডি প্রবলেমের গ্রাফিক নভেল আসছে জানুয়ারিতে

বিশ্বে সাড়া জাগানো চীনা সায়েন্স ফিকশন থ্রি বডি প্রবলেম-এর গ্রাফিক নভেল সংস্করণ আগামী বছরের জানুয়ারিতে বাজারে আনার ঘোষণা দিয়েছে এর প্রকাশনা প্রতিষ্ঠান ইলিন প্রেস। সম্প্রতি শেষ হওয়া ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এমনটা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্ক পাঠকদের লক্ষ্য করেই প্রকাশ করা হবে লিউ ছিসিনের লেখা তিন পর্বের বইটির গ্রাফিক নভেল। ভিজ্যুয়াল ও বর্ণনায় এতে যুক্ত করা হচ্ছে চীনা শৈলী। ইলিন প্রেসের প্রধান সম্পাদক চাং ইউ বলেছেন, বইটির চিত্রায়নে ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার সঙ্গে আধুনিকতার মিশেল ঘটিয়েছেন চীনা শিল্পী উ ছিংসং।

ফ্রাঙ্কফুর্টের চীনা কনস্যুলেট জেনারেলের কনসাল থাং লিওয়েন বলেছেন, বইটি চীনের প্রকাশনা শিল্পে একটি নতুন মানদণ্ডই স্থাপন করেনি, বিশ্বের কাছে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও গল্পের সেতু হিসেবেও কাজ করছে।

থ্রি বডি প্রবলেম গ্রাফিক নভেলের জার্মান ও স্প্যানিশ সংস্করণগুলোর গ্রন্থস্বত্ব ইতোমধ্যেই বিক্রি হয়েছে। আলোচনা চলছে ইংরেজি, জাপানি, ফরাসি, পর্তুগিজ ও তুর্কিসহ আরও কিছু ভাষার সংস্করণের স্বত্ব বিক্রির জন্য।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *