পুরনো গাড়ির বাজার বেড়েছে চীনে - Mati News
Sunday, December 14

পুরনো গাড়ির বাজার বেড়েছে চীনে

চীনে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার ২০২৪ সালে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে। শনিবার চায়না অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে জানানো হয়েছে, গতবছর মোট ১ কোটি ৯৬ লাখ ১০ হাজার ইউনিট পুরনো গাড়ি কেনাবেচা হয়েছে, যা ২০২৩ সালের চেয়ে ৬.৫২ শতাংশ বেশি।

second hand car in china

ওই বছর পুরনো গাড়ি লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১.২৯ ট্রিলিয়ন ইউয়ান। বিশেষ করে, ডিসেম্বরে বাজার শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। মাসটিতে মোট ১৯ লাখেরও বেশি গাড়ি বিক্রি হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *