পেরোভস্কাইট সৌর প্রযুক্তিতে চীনা গবেষকদের যুগান্তকারী সাফল্য - Mati News
Wednesday, January 14

পেরোভস্কাইট সৌর প্রযুক্তিতে চীনা গবেষকদের যুগান্তকারী সাফল্য

নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একদল গবেষক পেরোভস্কাইট সৌর সেল প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন, যা এর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার পথ খুলে দিয়েছে।

চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব সেমিকন্ডাক্টরসের গবেষক দল নতুন একটি প্রোটোটাইপ তৈরি করেছে, যার আলোক-রূপান্তর দক্ষতা ২৭.২ শতাংশ। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মান। পাশাপাশি এর স্থায়িত্বও বেড়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স।

গবেষকরা জানান, উচ্চমানের পেরোভস্কাইট ফিল্ম তৈরি করাই সৌর কোষের কার্যকারিতা বৃদ্ধির মূল চাবিকাঠি। তবে মিথাইলঅ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহারের সময় দেখা যায়, ক্লোরাইড আয়ন ক্রিস্টালাইজেশনের সময় ওপরের দিকে জমা হয়, ফলে স্তরের ভেতরে অসম বণ্টন তৈরি হয় এবং এটি কর্মক্ষমতা ও স্থায়িত্ব উভয়কেই ব্যাহত করে।

এই সমস্যার সমাধানে দলটি ফিল্ম তৈরির সময় অ্যালকালাই মেটাল অক্সলেট ব্যবহার করে। অক্সালেট থেকে নির্গত পটাসিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয়ে তাদের অপ্রত্যাশিত সঞ্চালন রোধ করে এবং স্তরের ভেতর সমানভাবে ছড়িয়ে দিতে সহায়তা করে।

China team breaks 30% efficiency barrier in perovskite solar cells - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *