প্রথমবারের মতো সি৯১৯ ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন - Mati News
Friday, December 5

প্রথমবারের মতো সি৯১৯ ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সফলভাবে বিশ্বের প্রথম বিতরণ করা সি৯১৯ বিমানের ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন করেছে। এতে করে চীনের তৈরি এয়ারলাইনারটির রক্ষণাবেক্ষণ সক্ষমতাও যাচাই হলো।

রক্ষণাবেক্ষণ দলটি এর মধ্যে ৬০টি ওয়ার্ক অর্ডার আইটেম এবং ১০টিরও বেশি যাচাই কাজ সম্পন্ন করেছে, যাতে এ এয়ারলাইনের অপারেশনের গুণমান নিশ্চিত করা যায়।

গতবছরের ২৮ মে সি৯১৯-এর যাত্রা শুরু হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের হাত ধরে। এরপর থেকে সাতটি সি৯১৯ উড়োজাহাজের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে এয়ারলাইন্সটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *